Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে এক সন্তান আইন পরিবর্তনে জন্মহার বৃদ্ধি

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্তান জন্মদানে সক্ষম নারীর সংখ্যা কমে যাওয়ার পরও ২০০০ সালের পর থেকে গতবছরই চীনে জন্মহার সবচেয়ে বেশি দেখা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক বছর আগে চীন সরকার এক সন্তান নীতি শিথিল করে। দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের (এনএইচএফপিসি) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে চীনে প্রায় এক কোটি ৮শ ৪৬ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। ২০১৫ সালের তুলনায় যা সাড়ে ১১ শতাংশ বেশি। আর ২০১৬ সালে জন্ম নেওয়া এই সব শিশুদের ৪৫ শতাংশের বেশির এক বা একাধিক ভাই-বোন রয়েছে। যদিও দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে জন্ম হওয়া শিশুদের এ সংখ্যা কিছুটা কম দেখানো হয়েছে। এনএইচএফপিসি কর্মকর্তা ইয়াং ওয়েনজুয়াং বলেন, যদিও সন্তান জন্মদানে সক্ষম নারীর সংখ্যা প্রায় ৫০ লাখ কমে গেছে। তারপরও জন্মহার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে, পরিবার পরিকল্পনা নীতিতে যে পরিবর্তন আনা  হয়েছে তা একদমই সময় উপযোগী এবং খুবই কার্যকর হয়েছে। ২০২০ সাল নাগাদ প্রতিবছর শিশু জন্মের হার এক কোটি ৭০ লাখ থেকে দুই কোটির মধ্যে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এনএইচএফপিসির কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ চীনে কর্মক্ষম মানুষের সংখ্যায় বাড়তি আরও তিন কোটি তরুণ যুক্ত হবে। তবে এক সন্তান নীতির কারণেই দেশটির অতিরিক্ত জনসংখ্যার হার হ্রাস পেয়েছে, দারিদ্র্য কমেছে এবং পরিবশেগত ক্ষতি কমেছে বলেও মনে করেন তারা। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ