Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেটের অনুমোদন পেলো ট্রাম্প মনোনীত সিআইএ প্রধান মাইক পম্পেও

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত সিআইএর প্রধান মাইক পম্পেওর নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সিনেট। বন্দিদের জিজ্ঞাসাবাদের নির্যাতনের কৌশল ব্যবহার অনুমোদন করতে পারেন এবং নজরদারি পরিসর বিস্তৃত করে তুলতে পারেন, যুক্তরাষ্ট্রের কিছু সিনেটরের এমন উদ্বেগের কারণে পম্পেওর নিয়োগ নিশ্চিত করতে দেরি হয়। পরে গত সোমবার সিনেটের ভোটাভুটিতে ৬৬-৩২ ভোটে পম্পেও’র নিয়োগ নিশ্চিত হয়। তার নিয়োগের বিপক্ষে ভোট দেওয়া প্রায় সবাই ডেমোক্রেট দলীয় সিনেটর হলেও নজরদারির নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান প্রচারণা চালানো রিপাবলিকান দলীয় সিনেটর র‌্যান্ড পলও তার বিপক্ষে ভোট দেন।
আইনানুযায়ী শুধুমাত্র সেনাবাহিনীর ফিল্ড ম্যানুয়ালে অনুমোদিত জিজ্ঞাসাবাদের কৌশল ব্যবহার করবেন, এই প্রতিশ্রুতি পম্পেও যথেষ্ট দৃঢ়ভাবে দেননি বলে অনুভব করেছিলেন ওই সিনেটররা। নিয়োগ নিশ্চিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ৫৩ বছর বয়সী পম্পেওকে শপথবাক্য পাঠ করান। নিউ ইয়র্কের ট্যুইন টাওয়ারে ১১ সেপ্টেম্বরের হামলার পর সিআইএ ওয়াটারবোর্ডিংসহ জিজ্ঞাসাবাদের অন্যান্য কঠোর পন্থা গ্রহণ করেছিল। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ও অন্যান্য অধিকার আন্দোলনকারীরা এসব পদ্ধতিতে নির্যাতন অভিহিত করে এগুলোর নিন্দা জানিয়েছিলেন। ২০০৯ সালে এক নির্বাহী আদেশে ওয়াটারবোর্ডিং ও জিজ্ঞাসাবাদের অন্যান্য কঠোর পদ্ধতি নিষিদ্ধ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প ওয়াটারবোর্ডিং এবং জিজ্ঞাসাবাদের অন্যান্য আরো মারাত্মক পদ্ধতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
সিনেটের গোয়েন্দা কমিটির লিখিত প্রশ্নের জবাবে পম্পেও জানিয়েছিলেন, কিছু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নীতি পরিবর্তনের বিষয়টি খোলা রাখতে চান তিনি। ডেমোক্রেট সিনেটররা তার এ ধরনের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করলেও অধিকাংশ রিপাবলিকান সিনেটর পম্পেওকে সিআইএর প্রধান হিসেবে চমৎকার পছন্দ বলে মত দেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ