Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তোমার চারপাশেই আমরা আছি, যারা তোমার ধর্মের অধিকারের জন্য লড়বে

মার্কিন মুসলিম অধিবাসীর ঘরের দরজায় অভয়-চিরকুট

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হওয়ার দিনই এক মুসলিম ব্যক্তি তার বাড়ির দরজায় হৃদয়গ্রাহী এক চিরকুট পেয়েছেন। দিয়েছেন তার এক প্রতিবেশী। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বিভিন্ন সময় মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়েছেন। বলেছেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হবে। এ বক্তব্যের কারণে তাকে ব্যাপক সমালোচিত হতে হলেও তখন থেকে বহু জাতি-গোষ্ঠীর দেশটিতে থাকা মুসলিমদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প।
ইনডিপেনডেন্ট অনলাইনের খবরে জানানো হয়, ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে ওই মুসলিম ব্যক্তির দরজায় সাঁটিয়ে দেওয়া চিরকুটে লেখা ছিল, আজ থেকে আমাদের দেশের এক নতুন অধ্যায় শুরু হলো। যাই হোক না কেন, তাতে কিছু যায়-আসে না। তুমি জেনে রেখো, এখনো তোমার চারপাশে এমন অনেকে আছেন, যারা তোমার ধর্মের অধিকারের জন্য লড়বে এবং তুমি যেন জীবন ধারণের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের শিকার না হও সে জন্যও লড়বে। আমাদের প্রতিবেশী হিসেবে তোমাকে স্বাগত। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে দয়া করে আমাদের জানিও। ওই মুসলিম ব্যক্তির ভাইঝি হেন্দ আমরি টুইটারে নিজেকে ইস্ট অ্যান্ড ওয়েস্টের নাগরিক ও শরণার্থী বলে দাবি করেন এবং ওই চিরকুটের ছবি তুলে টুইট করেন। হেন্দ আমরি টুইট বার্তায় লেখেন, এটা হলো সেই আমেরিকা, যে আমাদের রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণ করেছে, এই আমেরিকা আমাদের নতুন ঠিকানা দিয়েছে এবং এই আমেরিকা আজও আমার আশাকে জাগিয়ে রেখেছে। এরই মধ্যে টুইটারে প্রায় দেড় লাখ লোক এই চিরকুটের বার্তাটি শেয়ার করেছে। ইনডিপেনডেন্ট, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ