Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চীন বিশ্বনেতৃত্ব চায় না : জুন

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন বিশ্বনেতৃত্ব চায় না। তবে কোনো দেশ যদি তার স্থান থেকে সরে দাঁড়ায় তাহলে সে স্থানে চীন চলে আসবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের পরিচালক ঝ্যাং জুন গত সোমবার এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নেয়ার সময় ডোনাল্ড ট্রাম্প আগে আমেরিকার স্বার্থকে রাখার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গন থেকে আরও বিচ্ছিন্ন, আরও সুরক্ষিত করতেই তার এই আমেরিকা ফাস্ট নীতি। গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে, বিশ্বায়নে চীনকে নেতৃস্থানীয় হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বলেছিলেন, কেবল আন্তর্জাতিক সহযোগিতাই বড় বড় সমস্যা সমাধান করতে পারে। শি এর তত্ত্ব ধরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জুন বলেন, কেউ যদি বলতে চায়, চীন বিশ্ব নেতৃত্বের ভূমিকায় কাজ করছে, তাহলে আমি বলব, চীন সামনে এগিয়ে আসছে না বরং সামনে যারা ছিল তারাই পিছিয়ে এসেছে। চীনের জন্য তারা সে জায়গা ছেড়ে দিয়েছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ