বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনার দাকোপ থানাধীন পানখালী ফেরীঘাটের পূর্ব দিকে নদীর পাড় থেকে শামসু বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত ২২ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে লে. এ এম এম জাহিদুল কবীরের নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব-৬। এ সময় দস্যুদের কাছ থেকে তিনটি দেশী পাইপগান, একটি দেশী গাদা বন্দুক ও ২৯ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এঘটনায় ওই ৫জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে দাকোপ থানায় মামলা দায়ের করেছে র্যাব। গতকাল (সোমবার) দুপুরে র্যাব-৬ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৬, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার জানান, অভিযানকালে ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতিকালীন অবস্থায় জলদস্যু ‘শামসু বাহিনী’র সদস্য মো. মোতাহের হোসেন মোতা (৩৫), মো. রায়ফুল ইসলাম রাজু (২৪), মো. এনায়েত হোসেন এনায়েত (২৬), মো. মিজানুর রহমান মিজান (৩৭) ও মো. আনোয়ার শেখ আনোয়ার (৬০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তেরি তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় তৈরী পাইপগান, একটি দেশীয় গাদা বন্দুক, ২৯ রাউন্ড তাজাকার্তুজ জব্দ করা হয়। এসময় আরও ৫/৬ জন অজ্ঞাতনামা জলদস্যু রাতের অন্ধকারে পালিয়ে যায়। সুন্দরবন এলাকা হতে জলদস্যু গ্রেফতার ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করে তাদের দাকোপ থানায় মামলা হয়। এ ধরণের গ্রেফতার অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৬।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।