রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ পৌরসভাধীন ভুটিয়ারগাতি গ্রামে সুজন হোসেন (১৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি স্বভাবিক মৃত্যু হয়েছে এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সুজন ভুটিয়ারগাতি গ্রামের হাসমত আলীর ছেলে। এ ঘটনার পর থেকে সুজনের চাচা হোকমত আলী ও তার ছেলে ইমরান পলাতক রয়েছে। জানা যায়, গত শনিবার রাতে খবার খেয়ে ঘুমিয়ে পড়ে সুজন। সকালে বিছানায় তার মৃত দেহ পাওয়া যায়। লাশ দাফনের মুহূর্তে খবর পেয়ে পুলিশ রোববার দুপুরে সুজনের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি আরো জানান, সুজনের চাচাতো ভাইদের সাথে তাদের পারিবারিক বিরোধ ছিল। ৭ মাস আছে সুজনকে কুপিয়ে তারা আহত করে। তবে মৃত্যুর পর সুরহাল রিপোর্টে সুজনের শরীরে কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। বিষয়টি নিয়ে লাশের ময়না তদন্তকারী চিকিৎসক ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ স্বপন কুমার কুন্ডু জানান, ভিসেরা রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।