Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার বিষয়ক রিপোর্ট প্রকাশ করেছে কান্তার এমআরবি

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গত ১৯ জানুয়ারি লি মেরিডিয়েন হোটেলের স্কাই বলরুমে কান্তার এমআরবি ইন্টারনেটের আইকিউব নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে ইন্টারনেট ব্যবহার বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। এই রিপোর্টটি বিভিন্ন শিল্প, মিডিয়া অ্যাজেন্সি এবং নীতি-নির্ধারকদের ইন্টারনেটের সাথে যুক্ত ব্যবসায়ের কৌশল পরিকল্পনা নিরূপণে সহায়ক হবে। এটা আইকিউব দক্ষিণ এশিয়া ২০১৬ এর অংশ হিসেবে তৈরি করা হয়েছে; যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গবেষণাটি গুগল এবং মিডিয়া অ্যাজেন্সি গ্রুপ এম-এর যৌথ অংশীদারিত্বে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে শিল্প, গবেষণা এবং মিডিয়া হাউজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। কান্তারের সঞ্জয় পাল বৈশ্বিক ডিজিটাল প্রযুক্তির ধারা এবং বাংলাদেশ সম্পর্কে তার মতামত তুলে ধরেন। কান্তার আইএমআরবির বিশ্বপ্রিয়া ভট্টাচার্য দক্ষিণ এশিয়ায় ডিজিটাইজেশনের সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করেন। অন্য দিকে গুগলের ফজল আশফাক আলোচনা করেন বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে। এ ছাড়া মাইন্ডশেয়ার বাংলাদেশের রেজাউল হাসান ডিজিটাল মিডিয়া এবং আইকিউব বিষয়ক পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবহিত করেন।-প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ