পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : নেছারাবাদ উপজেলা দক্ষিণ জগন্নাথকাঠি বন্দর বাজারে মো. খাইরুল হোসেনের মুদি-মনোহারি একটি দোকানের টিনের চালা কেটে ভিতরে ঢুকে মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে গেছে চোরেরা। ২২ জানুয়ারি(সোমবার) আনুমানিক মধ্যে রাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদারসহ চুরি হওয়া দোকান মালিকের। তবে চুরি হওয়া টাকার পরিমাণ খবর লেখা আগ পর্যন্ত জানাতে চাননি দোকানদার খাইরুল হোসেন।
তিনি জানান, রোববার দোকানের বেচা-বিক্রি সেরে রাত দশার দিকে বাসায় যান। পরদিন সোমবার সকালে দোকানের ভিতরে ডুকে কিছু মালসামাল এলোমেলো দেখে দোকানে চুরির বিষয় বুঝতে পারেন। তিনি (খাইরুল মিয়া) আরো জানান, বিষয়টি বাজার কমিটিকে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।