পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশে সফররত ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিদলের সাথে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকমÐলীর এক মতবিনিময় সভা গতকাল (সোমবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো : নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালকৃবন্দ মাজহারুল ইসলাম চৌধুরী, এ কে এম আকতার হোসেন, মাহফুজুল হক শাহ, মো : অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোহাম্মদ হাবিবুল হক এবং অঞ্জন শেখর দাশ, ওয়েলস-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান দিলাবর এ হোসাইন, সেক্রেটারি জেনারেল মাহবুব নূর, ডেপুটি সেক্রেটারি ইমতিয়াজ হোসাইন, বোর্ড ডাইরেক্টরদ্বয় মুক্তার আহমেদ, শাহ শফি ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম তার স্বাগত বক্তব্যে বর্তমান ব্যবসা অনুকূল পরিবেশ এবং পারিপার্শ্বিক সকল সুবিধা বিদ্যমান থাকায় বাংলাদেশে বিনিয়োগ করার এখনই যথাযথ সময় উল্লেখ করে প্রতিনিধিদলের প্রতি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহŸান জানান। মাহবুবুল আলম চলতি বছর মধ্যভাগে চিটাগাং চেম্বার থেকে একটি প্রতিনিধিদল ওয়েলস-বাংলাদেশ চেম্বার সফর করবে এবং উভয় চেম্বারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধিদল নেতা দিলাবর এ হোসাইন বলেন, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যে বাংলাদেশী পণ্যের বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি এ সুযোগ কাজ লাগিয়ে বাংলাদেশী পণ্য রফতানি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহŸান জানান। দিলাবর এ হোসাইন ২০১১ সাল থেকে ওয়েলস চেম্বার প্রতিনিধিদলের বিভিন্ন সময় বাংলাদেশ সফরের কথা উল্লেখপূর্বক দ্বিপাক্ষিক বাণিজ্যে অগ্রগতি বর্ণনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।