Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ৩ দোকান ভস্মীভূত

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়ায় অগ্নিকা-ে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ছয়ঘড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মার্কেটে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ সময় কিছু দুর্বৃত্ত পার্শ্ববর্তী দুটি দোকানের প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। আগুনে ছানাউল হোসেনের কসমেটিক্সের দোকান, মিলনের কসমেটিক্সের দোকান, রিজু মিয়ার গালামালের দোকান পুড়ে যায়। দুর্বৃত্তরা আব্দুল বাকী ও আনারুলের গালামালের দোকান থেকে মালামাল লুট করে বলে অভিযোগে জানায়। পরে গোবিন্দগঞ্জে থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ৩ দোকান ভস্মীভূত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ