Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে তুর্কি বিমানের জরুরি অবতরণ

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরের বিমানবন্দরে তুরস্কের জাতীয় বিমান সংস্থা তুর্কি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এয়ারবাস এ-৩২০ মডেলের বিমানটি ৭০ জন যাত্রী নিয়ে কুয়েত থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরে যাচ্ছিল। গত রোববার জরুরি এ অবতরণের ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা খবর দিয়েছে। কুয়েত থেকে বিমানটি ওড়ার পর তুর্কি পাইলট কেরমানশাহের শহীদ আশরাফি এসফহানি বিমাবন্দরকে জরুরি রেডিও সংকেত পাঠান এবং তিনি বলেন, তার বিমানে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে। তখন আশরাফি এসফাহানি বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ইরনাকে একটি সূত্র জানিয়েছে, তুর্কি বিমানটি জরুরি অবতরণ করলেও কোনো যাত্রী হতাহত হয় নি। যাত্রীদের সবাইকে কেরমানশাহ শহরের হোটেলে নেয়া হয়। তুরস্ক থেকে একটি বিমান এসে তাদেরকে ইস্তাম্বুলে নিয়ে যাওয়ার কথা ছিল। বিমানটিকে কেরমানশাহ বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ