মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ দেশ ত্যাগের পর দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন কোষাগার থেকে এক কোটি দশ লাখ ডলারের বেশি অর্থ উধাও হয়ে গেছে বলে দাবী করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা ব্যারোর একজন উপদেষ্টা। উপদেষ্টা মাই আহমেদ ফাত্তি বলেন, আর্থিক বিশেষজ্ঞরা ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন। জামেহ দেশত্যাগের আগে একটি কানাডীয় কার্গো বিমানে বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন পণ্য তুলে দেয়া হয়। ২২ বছরের দীর্ঘ শাসনকাল কাটিয়ে গত শনিবার দেশত্যাগ করেন জামেহ। প্রথমে নির্বাচনের ফলাফল গ্রহণ করতে অস্বীকৃতি জানালেও আঞ্চলিক নেতাদের মধ্যস্থতায় এবং সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে দেশত্যাগ করতে বাধ্য হন তিনি। নির্বাচিত প্রেসিডেন্ট আদামা ব্যারো বর্তমানে পার্শ্ববর্তী দেশ সেনেগালে রয়েছেন এবং কবে তিনি দেশে ফিরবেন সেটি এখনো নিশ্চিত নয়। তবে এরই মধ্যে পশ্চিম আফ্রিকান সেনা সদস্যরা গাম্বিয়ার রাজধানী বান্জুলে প্রবেশ করেছে। তারা নতুন প্রেসিডেন্ট ব্যারোর আগমনের জন্য প্রস্তুতি নেবে। সেনারা যখন প্রেসিডেন্টের বাসভবনের নিয়ন্ত্রণ নিচ্ছিল তখন বাইরে অনেক সাধারণ মানুষকে উল্লাস করতে দেখা যায়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।