Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশী চাপ থাকা সত্ত্বেও সামরিক মহড়া থেকে পিছু হটবে না চীন

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অর্থনীতির পর সম্ভবত দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিল দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছে চীনের। এই কৌশলগত এলাকায় চীনের অধিকার মানতে নারাজ ট্রাম্প প্রশাসন। নির্বাচনী প্রচারণার সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প চীনের এই অধিকার নাকচ করে কঠোর অবস্থান জানান দিয়ে যাচ্ছেন। অন্যদিকে চীনও নাছোড়া অবস্থানে রয়েছে। তারা যেকোনো মূল্যে দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ জলভাগে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং যাবতীয় কর্মকা- অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় পত্রিকা পিপল’স ডেইলি জানিয়েছে, বিদেশি চাপ সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে বেইজিং। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত এই পত্রিকায় প্রকাশিত রোববারের এক সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, এ ধরনের ‘উস্কানিতে’ বেইজিং তার পথ থেকে সরে আসবে না। টিলারসন বলেছিলেন, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপপুঞ্জ গড়ে তোলার কারণে সেখানে বেইজিংয়ের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া উচিত। টিলারসনের মন্তব্য উল্লেখ করে চীনা পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, এই উস্কানি, চাপ, কল্পনা ও অতিরঞ্জন চীনা সামরিক বাহিনীর স্বাভাবিক কাজকে ব্যাহত করবে না। পত্রিকাটি জানিয়েছে, ‘বাইরের দেশগুলোর অনধিকার চর্চা ও হস্তক্ষেপ শুধুমাত্র আঞ্চলিক দেশগুলো ও বিশ্ববাসীর অভিন্ন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। দক্ষিণ চীন সাগরের উপকূলে চীনা সামরিক মহড়া নিয়মিত ও অত্যন্ত স্বাভাবিক অনুশীলনে পরিণত হবে বলেও লিখেছে পত্রিকাটি। সিনহুয়া।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ