Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পবিরোধী মিছিলে হলিউড বলিউড

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২১ জানুয়ারি হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী ‘উইমেনস মার্চ’। এই মিছিলে অংশ নেন ২৯ লাখ লোক। আর তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণার জন্য মিছিলের প্রথম সারিতে দেখা যায় হলিউডের জনপ্রিয় তারকাদের। শার্লিজ থেরন, স্কারলেট জোহানসন, নাটালি পোর্টম্যান, এমা ওয়াটসন, জেসিকা চ্যাস্টেইনসহ অনেক চেনা মুখ নারী অধিকার ও নিরাপত্তা নিয়ে শ্লোগান ধরেন সেই দিন। বিশ্বের বিভিন্ন স্থানে ‘উইমেনস মার্চ’ নামের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারকারা একেকজন একেক অঙ্গরাষ্ট্র ও দেশ থেকে এতে অংশ নেন। কেউ মূল আসর ওয়াশিংটন ডিসি, কেউ যুক্তরাজ্যের লন্ডন, কেউ আবার লস অ্যাঞ্জেলেস থেকে প্ল্যাকার্ড হাতে মিছিলে নিজেদের অধিকারের পক্ষে দাঁড়ান। তাঁদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় দেওয়া নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করা। হলিউড অভিনেত্রী শার্লিজ থেরন যুক্তরাষ্ট্রের উটাহ থেকে উইমেনস মার্চে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তিনি আন্দোলনে শামিল হন। মিছিলের একপর্যায়ে শার্লিজকে অশ্রুসিক্ত দেখা যায়। মূল মিছিলটি শুরু হয় ওয়াশিংটন ডিসিতে। সেখানে অংশ নেন অভিনেত্রী স্কারলেট জোহানসন। তিনি মঞ্চে উঠে বক্তৃতাও করেন। নতুন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে স্কারলেট বলেন, আমি আপনাকে সমর্থন করতে চাই। তবে আমি চাই, সবার আগে আপনি আমাকে সমর্থন করুন। একই মিছিলে দেখা যায় অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইনকে। গায়িকা আলিসিয় কিজ মিছিলে অংশগ্রহণকারীদের উৎসাহ জোগাতে একটি কবিতা আবৃত্তি করেন। মিরর, সানডে এক্সপ্রেস ও ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ