বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ডিন্স কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। পাঁচ দিনব্যাপী এই কোর্সে বিভাগের ১০ জন শিক্ষক এবং পিএইচডি, এমফিল ও মাস্টার্স পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
ইরান থেকে আগত দু’জন ফারসি ভাষাবিশারদ কোর্সে পাঠদান করবেন।
কোর্সের উদ্বোধন করে ভিসি তাঁর বক্তৃতায় বলেন, আধুনিক বিশ্বে জ্ঞান-বিজ্ঞানের উন্নতির পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রেও আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য অন্যান্য ভাষা শিক্ষাও প্রয়োজন। বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ভাষা ফারসি। ১৮৩৬ সাল পর্যন্ত এই উপ-মহাদেশের সরকারি ও শিল্প-সাহিত্য-সংস্কৃতির ভাষা ছিল ফারসি। তাই আমাদের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে হলে ফারসি ভাষা জানা একান্ত প্রয়োজন। সেই ক্ষেত্রে এই ফারসি ভাষা শিক্ষা কোর্স বিশেষ গুরুত্বপূর্ণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা ও সাহিত্য শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইরান সরকারের বিশেষ সহযোগিতার জন্য ভিসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সৈয়দ মুসা হোসাইনি এবং বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কলা অনুষদের অধিকর্তা প্রফেসর এফ এম এ এইচ তাকী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।