পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে ইউনিয়নের রাধিকা গ্রামে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও সুলতান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নিশাত সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া শাখা ব্যবস্থাপক কাজী কাইয়ুম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড. মো: লোকমান হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল আমিন শাহীন ও শাহজাহান মিয়া প্রমুখ। পরে অতিথিরা ৯টি ইউনিয়নের ২ হাজার শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে ২ হাজার কম্বল বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।