Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাণ ডেইরি-অক্সফ্যাম সমঝোতা স্মারক

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রংপুর ও গাইবান্ধা জেলার পীরগাছা ও সাঘাটা উপজেলায় দু’টি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে প্রাণ ডেইরি লিমিটেড ও অক্সফ্যাম। সম্প্রতি অক্সফ্যাম বাংলাদেশের ঢাকা অফিসে প্রাণ ডেইরি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মনিরুজ্জামান ও অক্সফ্যাম বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। প্রাণ ডেইরি ও অক্সফ্যামের সমন্বিত উদ্যোগে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে রংপুর ও গাইবান্ধা জেলার চরাঞ্চলের দুগ্ধ উৎপাদনের সাথে জড়িত দুই হাজার খামারী দৈনিক দুই থেকে তিন হাজার লিটার দুধ বাজারজাত করতে পারবেন। অনুষ্ঠানে মো. মুনিরুজ্জামান বলেন, প্রাণ ডেইরি দেশে দুগ্ধ উৎপাদন বাড়াতে খামারীদের সাথে সরাসরি কাজ করে যাচ্ছে। এই দুইটি শীতলীকরণ কেন্দ্র স্থাপন করা হলে খামরীরা উপকৃত হবে বলেও তিনি মনে করেন। অক্সফ্যাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি. সোনেজি বলেন, বাংলাদেশি বহুজাতিক কোম্পানি হিসেবে প্রাণের ডেইরি কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করছে। প্রাণ ডেইরির সাথে আমাদের এই প্রকল্প ফলপ্রসূ হবে বলে আশা করছি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাণ ডেইরির জেনারেল ম্যানেজার রাজিব ইবনে ইসলাম, ডেইরি চিফ (এক্সটেনশান) ডা. মো. রাকিবুর রহমানসহ উভয়প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ