পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে নোমান গ্রæপের বদৌলতে লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ গ্রুপের নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠায় স্থানীয় ও বহিরাগত লোকজন মানসম্মত কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের সুযোগ পাচ্ছেন। নোমান গ্রæপের কর্ণধার নুরুল ইসলাম শ্রীপুরের প্রত্যন্ত অঞ্চলে বৃহৎ রফতানিমুখী ১৮টি শিল্প কারখানা গড়ে তুলেছেন। নির্মাণাধীন রয়েছে আরো আটটি কারখানা। যাতে প্রায় লক্ষাধিক লোক কাজ করে তাদের জীবনমান উন্নয়ন করছে। অসংখ্য বেকারের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় দরিদ্র পরিবার স্বাবলম্বী হয়ে উঠছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসা করে স্বাবলম্বী হয়ে উঠেছে হাজার হাজার পরিবার। বাড়িভাড়াসহ ক্ষুদ্র ব্যবসা করে গ্রামীণ জীবনে এসেছে লক্ষাধিক পরিবারের স্বচ্ছলতা। সম্প্রতি নোমান গ্রæপ মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে লবলং সাগর নামে খ্যাত পাথারে প্রায় ২০০ বিঘা জমিতে গড়ে তুলছে নাইস্পান নামক কারখানা। এ কারখানা তৈরির জন্য নোমান গ্রæপ নিজ খরচে প্রায় এক কিলোমিটার সড়ক পাকা করায় শহুরে আমেজে স্থানীয়রা ব্যাপক উল্লসিত। সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, নোমান গ্রæপ আমাদের এলাকায় কারখানা গড়ে তোলায় এটি আর গ্রাম থাকবে না, শহরে রূপান্তরিত হবে। নব নির্মিত কারখানার সামনের চা ব্যবসায়ী জানান, কারখানার নির্মাণ কাজ শুরু থেকে তিনি রাস্তার পাশে একটি চা-পান বিক্রির দোকান দিয়ে ভালোই আয় করছেন। এর আগে তিনি কর্মহীন ছিলেন। কারখানার জন্য জমি বিক্রেতা নুরুল ইসলাম জানান, নোমান গ্রæপের কাছে আমরা জমি বিক্রি করে লাভবান হয়েছি। জমির সর্বোচ্চ মূল্য পেয়েছি এবং এই গ্রামে কারখানা নির্মিত হলে আমরা অনেক সুযোগ-সুবিধা পাব। তিনি আরো জানান, চকপাড়া গ্রামে নোমান গ্রæপ শিল্প স্থাপনের উদ্যোগ নেয়ার পর থেকে আমরা গ্রামবাসী যে যার মতো জমি বিক্রি করে কারখানা নির্মাণে সহায়তা করেছি। মাওনা ইউপির চেয়ারম্যন জাহাঙ্গীর আলম খোকন বলেন, শ্রীপুরে নোমান গ্রæপের যতগুলো শিল্পকারখানা রয়েছে আমার জানামতে সবগুলোই পরিবেশবান্ধব। চকপাড়া গ্রামে নোমান গ্রæপের এ কারখানাটি নির্মাণ হলে আমার এলাকার লোকজনই সবচেয়ে বেশি উপকৃত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।