Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাদের সঙ্গে চরম দুর্ব্যবহার হচ্ছে

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি মিয়ানমার সফর শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোহিঙ্গারা নিজেরাই তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে মিয়ানমার সরকার যে অভিযোগ করছে, তা ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য। এখানকার মানবাধিকার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বলে মনে হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হচ্ছে। ফলে রাখাইন প্রদেশের পরিস্থিতিকে অত্যন্ত দুর্বিষহ বলে বর্ণনা করেছেন তিনি। লি বলেছেন, সরকারি কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, গ্রামের লোকেরাই তাদের ঘরবাড়ি পুড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর দুর্নাম রটানোর জন্যই রোহিঙ্গারা এ ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে আমার কাছে এ অভিযোগ আজগুবি মনে হয়েছে এ কারণে যে, এই মরিয়া মানুষগুলো যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছে, ঘরবাড়ি ছাড়া থাকার জন্যই কি নিজেদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে? মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য দেশটিতে ১২ দিনের সফর শেষে  লি বলেন, দেশটির সরকার রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রে বাস্তবতা অস্বীকার করছে। এর ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। গত অক্টোবরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর একটি চেকপোস্টে অজ্ঞাত দুস্কৃতকারীদের হামলায় ৯ সেনা নিহত হয়। এরপর রাখাইন প্রদেশের মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে বহু মানুষ নিহত ও শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে রোহিঙ্গা মুসলমানরা অভিযোগ করেছেন। জাতিসংঘ জানিয়েছে, তখন থেকে এ পর্যন্ত ৮৬ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে ৬৫ হাজার রোহিঙ্গা। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ