মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ত্রুটিপূর্ণভাবে প্রতিস্থাপিত কৃত্রিম স্তনকে নিরাপদ বলে স্বীকৃতি দেয়ার দায়ে জার্মানির প্রতিষ্ঠান টিইউভি রাইনল্যান্ডকে ৬০ লাখ ইউরো জরিমানা করেছেন ফ্রান্সের একটি আদালত। জরিমানার এ অর্থ কৃত্রিম স্তন প্রতিস্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত ২০ হাজার নারীর মাঝে বণ্টন করতে বলেছেন আদালত। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রতিষ্ঠান পলি ইমপ্লান্ট প্রোথেস (পিআইপি) নিম্নমানের সিলিকন দিয়ে স্তন প্রতিস্থাপন করে বলে ২০১০ সালে ব্যাপকভাবে অভিযোগ ওঠে। তবে এ অভিযোগের আগেই পিআইপির ৮০ ভাগ কৃত্রিম স্তন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। যেসব প্রতিষ্ঠান পিআইপির স্তন প্রতিস্থাপনকে নিরাপদ বলে সনদ দিয়েছিল তার অন্যতম টিইউভি। এ কারণে দক্ষিণ ফ্রান্সের তাউলুন বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত ২০ হাজার নারীর প্রত্যেককেই তিন হাজার ইউরো করে জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, পিআইপি যেসব কৃত্রিম স্তন প্রতিস্থাপন করেছে তা ছিদ্র হয়ে গেলে বা ফেটে গেলে এর ভেতরে ব্যবহৃত সিলিকন জেল বের হয়ে পড়ে, যা চিকিৎসাজনিত সমস্যা তৈরি করে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।