বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা: পাবনায় এক অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার উগগ্রর গ্রামে শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মনিরুল। সে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মহির উদ্দিনের পুত্র। সে পেশায় ব্যাটারী চালিত অটোভ্যান চালক। শনিবার সকালে আতাইকুলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মনিরুলের মামা জিয়া হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোভ্যান নিয়ে বের হয় মনিরুল ইসলাম। বাড়ি না ফেরায় রাত ১১টার পর তাকে খোঁজাখুঁজি শুরু করে আত্মীয়-স্বজনরা। কোন সন্ধান মেলেনি। শনিবার সকালে আতাইকুলা থানার উগ্রগরে এক যুবকের লাশ পাওয়ার কথা জানতে পেরে সেখানে গিয়ে মনিরুল ইসলামের লাশ শনাক্ত করা হয়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকালে উগগ্রর গ্রামের রাস্তার পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি রাজ্জাক আরো জানান, যাত্রীবেশি দুবৃর্ত্তরা মনিরুলকে হত্যার পর তার অটোভ্যানের ব্যাটারী নিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।