বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘আ’লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। আর বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট করে। তারা দেশের উন্নয়ন চায় না’। গতকাল শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের দাতামায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হকের নামে সোয়া পাঁচ কিলোমিটার সড়কের উদ্বোধন করলেন রেলমন্ত্রী নিজেই। ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ নেতা মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, জেলা আ’লীগ নেতা আলী হোসেন, সামছুল আলম মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, সুপ্রিম কোর্টের এডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, জয়নাল আবেদীন খোরশেদ, কাজী জাফর, ভিপি মাহবুব, মাহফুজ আলম, কাশিনগরের সাবেক চেয়ারম্যান শহিদুল হক শাহীন প্রমুখ।
স্থানীয়রা জানান, বার কোটি চুরান্নব্বই লাখ তের হাজার নয়শত আঠার টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে ওই এলাকার সব শ্রেণির মানুষের জন্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে আগের চেয়ে সহজ হবে। ফলে তাদের দুর্ভোগ কমবে বলেও দাবি করেন ওই সড়কে চলাচলকারী মানুষেরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।