Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো নিম্নমুখী স্বর্ণের বাজার

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক ঃ আন্তর্জাতিক বাজারে দাম কমেছে ব্যবহারিক ধাতু স্বর্ণের। আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চে ওঠার পর ফের নিম্নমুখিতায় ধাবিত হয়েছে ধাতুটির দর। ইকোনমিক টাইমস জানায়, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে বুধবার ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে আউন্সপ্রতি স্বর্ণের দাম কমেছে ১ ডলার ৩০ সেন্ট। এদিন প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয়েছে ১ হাজার ২১১ ডলার ৬০ সেন্টে। একই দিন যুক্তরাষ্ট্রে তাৎক্ষণিক সরবরাহ চুক্তিতে দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ২১১ ডলার ৯৯ সেন্টে। এর আগে গত মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ২১৮ ডলার ৬৪ সেন্টে। ডলারের অবনমনের কারণে ওইদিন ধাতুটির দাম বেড়ে আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। কোমেক্সে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপা, প্যালাডিয়াম ও প্লাটিনামের দাম। এদিন দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স রুপা ১৭ ডলার ১০ সেন্ট, ১ শতাংশ কমে প্রতি আউন্স প্যালাডিয়াম ৭৪৪ ডলার ৬০ সেন্ট ও দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স প্লাটিনাম বিক্রি হয়েছে ৯৬৫ ডলারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সর্বশেষ সাক্ষাৎকারে রাশিয়ার ওপর থেকে বিভিন্ন ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান। পাশাপাশি তাইওয়ান প্রশ্নে চীনের সঙ্গে হওয়া সমঝোতা অক্ষুন্ন না রাখারও ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে ইইউর সঙ্গে সম্পর্ক শিথিল করা ও ন্যাটো বিষয়ে তার করা পূর্ব সমালোচনার পুনর্ব্যক্ত করেন। তার এ পদক্ষেপ গৃহীত হলে বৈশ্বিক অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর এ শঙ্কা থেকেই বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগস্থল হিসেবে স্বর্ণের বাজারের দিকে ঝুঁকছিলেন। এ কারণে ধাতুটির দাম বেড়ে আট সপ্তাহে সর্বোচ্চে উঠেছিল। তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি-সম্পর্কিত তথ্য প্রকাশিত হওয়ার পর ডলারের লেনদেন হারে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) প্রধান জ্যানেট ইয়েলেন ব্যবসায়ীদের বিনিয়োগে উত্সাহী করে তোলার লক্ষ্যে বক্তব্য দিয়েছেন। এ কারণে স্বর্ণের বাজার থেকে ফের সরে দাঁড়ানো শুরু করেছেন ব্যবসায়ীরা। ফলে নিম্নমুখী প্রবণতায় চলে এসেছে ধাতুটির দর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ