মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার শপথ নেয়ার পরপরই তিনি এ সিদ্ধান্ত নেন। তবে এখন পর্যন্ত ওইসব পদে ট্রাম্প কাউকে নিয়োগ দেননি বলে খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্ষমতা হাতে পাওয়ার পরই ট্রাম্প ওবামা আমলে নিয়োগ পাওয়া সকল রাষ্ট্রদূতদের বহিষ্কার করেন। ট্রাম্প ২০ জানুয়ারি দুপুরের মধ্যেই রাষ্ট্রদূতদের তাদের কার্যালয় ত্যাগের নির্দেশনা দেন। এদিকে রাষ্ট্রদূতদের বহিষ্কারের পরপরই ট্রাম্প প্রশাসন নতুন রাষ্ট্রদূত নিয়োগে তৎপরতা শুরু করেছে। এর আলোকে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিক্কি হেইলেইকে জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই পদে ওবামা আমলে নিয়োগ পান সামানতা পাওয়ার। এছাড়া দেওলিয়া বিশেষজ্ঞ আইনজীবী ডেভিড ফ্রাইডম্যানকে ইসরাইলের ও লোয়া গভ টেরি ব্রান্সটাডকে চীনের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের ১৮৮টি দেশের মার্কিন দূতাবাসে এক আকস্মিক তারবার্তা পাঠায়। ওই বার্তায় কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া সব রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়। তবে পররাষ্ট্র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারীদের এর বাইরে রাখা হয়েছে। এরপর ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘আমি ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করুন। ২০ জানুয়ারির পর কাউকে বিশেষ কোনো সুবিধা দেয়া হবে না। ট্রাম্পের বার্তার কয়েক ঘণ্টা পরই কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রুস হেইম্যান পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এদিকে ট্রাম্পের শপথ নেয়ার পরই হোয়াইট হাউজের ওয়েবসাইট থেকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট পলিসি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সব তথ্য সরিয়ে ফেলা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।