Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াইট হাউজ ছাড়ার সময় কাঁদলো শাশা

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউজ ছাড়ার সময় মিশেল ওবামাকে জড়িয়ে ধরে কেঁদেছেন তার মেয়ে শাশা। এ সময়  কান্নারত মেয়েকে সান্ত¡না দিতে দেখা যায় মিশেলকে। গত শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রথম যে ছবিটি দিয়েছেন মিশেল ওবামা সেখানে কান্নারত মেয়েকে সান্তনা দিতে দেখা যায় তাকে। স্বামী বারাক ওবামার সঙ্গে আট বছর কাটিয়ে শুক্রবারই দুই মেয়েকে নিয়ে হোয়াইট হাউস ছাড়েন মিশেল। ক্যাপিটল হিলে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পরপরই সাবেক ফার্স্টলেডি হিসেবে নতুন জীবনে পা রাখেন মিশেল। ছবিটি কোথাকার তা লেখেননি মিশেল, তবে তারা সপরিবারে হেলিকপ্টারে ক্যাপিটল হিল থেকে ক্যালিফোর্নিয়ায় গেছেন, সেখানে কিছু দিন অবকাশ কাটাবেন। ছবির সঙ্গে মিশেল লিখেছেন- অসাধারণ আট বছর কাটানোর পর একটু বিরতি নিচ্ছি। তবে ফিরে আসছি আপনারদের মাঝে, সে সব কাজ করতে যার কথা বলে আসছি। উল্লেখ্য, ওবামা ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফার্স্টলেডি হিসেবে ২০০৯ সালের ২০ জানুয়ারি হোয়াইট হাউসে পা রেখেছিলেন আইনজীবী মিশেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘সাদা বাড়ি’তে তারাই প্রথম কালো বাসিন্দা। সিএনএন।



 

Show all comments
  • Shahjahan Hossain ২২ জানুয়ারি, ২০১৭, ১০:৪৭ পিএম says : 0
    দেশীয় দর্শকদের ক্ষুধা নিবৃত্ত করতে দেশীয় চ্যানেলগুলোর ব্যার্থতার সুযোগটা কাজে লাগাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ