Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার জাপানের

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। শুক্রবার সন্ধ্যার দিকে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগে তিনি এ অঙ্গীকার করেন। পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে আবে বলেন, অতীত, বর্তমান এবং এখন থেকে আগামীতে জাপান-যুক্তরাষ্ট্র মৈত্রী হল আমাদের কূটনীতি ও নিরাপত্তা নীতির মূলভিত্তি। তিনি বলেন, আমি খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফর ও নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের পরকিল্পনা করছি। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প এমন কিছু কথা বলেছিলেন যাতে জাপানসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ শঙ্কায় পড়ে যায়। এ প্রেক্ষাপটে গত নভেম্বরে প্রথম বিদেশী নেতা হিসেবে আবে নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। শুক্রবার ভাষণদানকালে আবে বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনের আয়োজন করবে জাপান এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করবেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ