Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে জার্মানি ফ্রান্স ব্রিটেন : ল্যাভরভ

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি আবারও অস্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি। বরং ইউরোপীয় রাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিই এই নির্বাচনে হস্তক্ষেপ করেছে। রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ল্যাভরভ। রাশিয়ার পক্ষ থেকে গত বৃস্পতিবার সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, এসব দেশের নেতারা রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দুর্নাম রটিয়ে এই হস্তক্ষেপ শুরু করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ শুনতে শুনতে রাশিয়া এখন ক্লান্ত হয়ে পড়েছে। এই ভিত্তিহীন, প্রমাণহীন ও মানহানিকর অভিযোগ এখনো চলছে। তবে আমি বলতে চাই, এই ঘৃণাপূর্ণ পরিস্থিতির মধ্যে তারাই জড়িত রয়েছেন, যারা সক্রিয়ভাবে নির্বাচনে হস্তক্ষেপ করেছেন। প্রেসটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ