Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুনিয়া থেকে ইসলামি সন্ত্রাস মুছে ফেলার অঙ্গীকার

আমাদের সিদ্ধান্ত অন্যের উপর চাপানো হবে না তবে অনুসরণের আহ্বান জানাবো : ট্রাম্প

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কড়া নিরাপত্তা ও বিক্ষোভের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ পরবর্তী বক্তব্যে তিনি ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অন্যদের ওপর না চাপানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। গত শুক্রবার ক্যাপিটল হিলে দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস ডোনাল্ড ট্রাম্পকে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করান। গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। শপথ শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুভাবাপন্ন ও ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করবো। কিন্তু আমাদের এটা করার আগে বুঝতে হবে, প্রতিটি দেশের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে সবার অধিকার সমান। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত অন্য কারো ওপর চাপাবো না। কিন্তু উদাহরণ হিসেবে আমরা সবাইকে সেটা অনুসরণ করার আহ্বান জানাবো। যুক্তরাষ্ট্রের নতুন এই প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, আমরা বিশ্বব্যাপী ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের পুরাতন মিত্র জোটকে আরো শক্তিশালী করবো এবং নতুন করে আরো মিত্র জোট গঠন করবো। আর এভাবেই আমরা পৃথিবী থেকে ইসলামি সন্ত্রাসবাদ মুছে ফেলবো। ডোনাল্ড ট্রাম্পের শপথের পরপরই হোয়াইট হাউজ থেকে ইসলামি সন্ত্রাসবাদ নির্মূলকে অগ্রাধিকার দেয়া হবে বলে ঘোষণা করা হয়। হোয়াইট হাউজ জানিয়েছে, সন্ত্রাসবাদী ইসলামি গ্রুপকে পরাজিত ও নির্মূল করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যৌথভাবে অথবা জোটভুক্ত হয়ে সামরিক অভিযান পরিচালনা করবে। হোয়াইট হাউজ থেকে আরো জানানো হয়, সন্ত্রাসী গ্রুপে অর্থায়ন বন্ধ করতে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে। এ জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করবে। এছাড়া অনলাইনে এসব সন্ত্রাসী গ্রুপকে নিষ্ক্রিয় করতে এবং তাদের দলে লোক নিয়োগ ও মিথ্যা প্রচারণা বন্ধ করতে যুক্তরাষ্ট্র সাইবার যুদ্ধ পরিচালনা করবে। ট্রাম্প তার ভাষণে আরো বলেন, আমাদের রাজনীতি হবে যুক্তরাষ্ট্রের প্রতি সামগ্রিক আনুগত্য প্রকাশ করা এবং দেশের প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে আমরা একে অপরের প্রতি আনুগত্য ফিরিয়ে আনবো। যখনই আপনি দেশকে মন থেকে ভালোবাসবেন তখন দেশে কুসংস্কারের কোনো জায়গা থাকবে না। উদ্বোধনী বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প স্বপ্নের যুক্তরাষ্ট্র গড়ার প্রতিজ্ঞা করেন। যেখানে তার সরকারের প্রধান কাজ হবে আমেরিকাকে সবার ওপরে স্থান করে দেয়া। ট্রাম্প বলেন, আমরা অন্য দেশকে ধনী করেছি। কিন্তু ধীরে ধীরে আমাদের সম্পদ, শক্তি এবং মনোবল কমেছে। একে একে আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এবং আমরা আধিপত্য হারিয়েছি। তবে অন্যদের এগিয়ে নিতে মিলিয়ন মিলিয়ন আমেরিকান পেছনে থেকে কাজ করেছেন। তিনি আরো বলেন, আজকের পর থেকে নতুন লক্ষ্যে আমাদের দেশ পরিচালিত হবে। এখন থেকে সবকিছুর ওপর যুক্তরাষ্ট্রের অবস্থান। এখন থেকে ব্যবসা, ট্যাক্স, অভিবাসী, বৈদেশিক সম্পর্কের বিষয়ে প্রতিটি সিদ্ধান্তে আগে মার্কিন শ্রমিক ও মার্কিন পরিবারের কথা বিবেচনা করা হবে। অন্য দেশের আক্রমণ থেকে নিজ দেশের সীমান্ত রক্ষার বিষয়ে নিজের প্রতিশ্রতির পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন, আমি শেষ নিঃশ্বাস নেয়া পর্যন্ত দেশের মানুষের জন্য যুদ্ধ করে যাবো এবং আমি এদেশের জনগণকে কখনো খাটো হতে দেবো না। রয়টার্স, ওয়াশিংটন টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ