Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মিলনমেলা মঙ্গল কামনায় হিলারি

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে হোয়াইট হাউস পরিণত হয় মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশটির প্রাক্তন প্রেসিডেন্টসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত হন- প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ, বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন, জো বাইডেন, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। উপস্থিত রয়েছেন পার্লামেন্টের উভয় কক্ষের কংগ্রেস ও সিনেট সদস্য, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ও সদস্য, প্রাক্তন সিনেটর। উপস্থিত ছিলেন ট্রাম্প ও বারাক ওবামার পরিবারের সদস্যরা। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া এসে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। এটাই হোয়াইট হাউসে ওবামার শেষ অভ্যর্থনা। এর আগে ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের কাছের একটি গির্জায় গিয়ে প্রার্থনা করেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনটি শুরু করেন তিনি। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধান বিচারপতি জন রবার্টস শপথবাক্য পাঠ করান। এদিকে, শপথ অনুষ্ঠানে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। এ সময় হিলারি সমর্থকরা হোয়াইট হাউসের বাইরে উল্লাস করেন। হিলারি নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ট্রাম্পের সাফল্য কামনা করেন। তিনি নতুন প্রেসিডেন্টের পক্ষে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। রাত সাড়ে আটটার দিকে হোয়াইট হাউসে এসে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। এ সময় তাদের অভ্যর্থনা জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। এটাই হোয়াইট হাউসে ওবামার শেষ অভ্যর্থনা। এর আগে ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের কাছের একটি গির্জায় গিয়ে প্রার্থনা করেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনটি শুরু করেন তিনি। প্রসঙ্গত, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়াশিংটনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়। জনতাকে সামলে রাখার জন্য তৈরি রাখা হয় মাইলের পর মাইল ব্যারিকেড। সিএনএন, বিবিসি, ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ