মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ পদত্যাগে রাজি হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে টেলিভিশন ভাষণে তিনি এ ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার জামেহকে ক্ষমতা থেকে বিদায়ে রাজি করাতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর নেতারা তার সঙ্গে বৈঠক করেন। এর কয়েক ঘণ্টা পরই জামেহ পদত্যাগের ঘোষণা দেন। গতকাল শনিবার সকালে টেলিভিশন ভাষণে জামেহ বলেন, আমি ন্যায় বিবেচনা সাপেক্ষে সব গাম্বিয়ানের প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে জাতির নেতৃত্ব পরিত্যাগের ঘোষণা দিচ্ছি। প্রায় দুই দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বলেন, ক্ষমতা হস্তান্তরে এক ফোঁটা রক্তপাতের প্রয়োজন নেই। এর আগে নতুন প্রেসিডেন্ট আদামা ব্যারো এক টুইট বার্তায় লেখেন, জামেহ শান্তিপূর্ণভাবে পদত্যাগে রাজি হয়েছেন। গাম্বিয়ার এক কর্মকর্তা জানান, জামেহ আগামী তিন দিনের মধ্যে গায়েনার প্রেসিডেন্ট আলফা কোন্ডের সাথে প্রেসিডেন্ট ভবন ত্যাগ করবেন। কোন্ডে উদ্ভূত সঙ্কটে মধ্যস্থতার জন্য এখনও গাম্বিয়ার রাজধানী বানজুলে রয়েছেন। গত শুক্রবার দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান ওসমানে বাদজেই নতুন প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রকাশ করেন। এটি ছিলো জামেহর পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে বড় ধরনের ঘটনা। এদিকে, জামেহ তার দুই দশকের শাসনামলে কোন ধরনের অপরাধ সংঘটনের ব্যাপারে সাধারণ ক্ষমা এবং পদত্যাগের পর তিনি গাম্বিয়ায় তার নিজ গ্রাম কানিলাইয়ে যাতে থাকতে পারেন, সে ব্যাপারে ইকোয়াসের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তবে, ইকোয়াসের প্রধান মার্সেল এলাইন ডি সুজা বলেছেন, তার এসব দাবি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জামেহ গাম্বিয়ায় থাকলে জনবিশৃঙ্খলা ও সহিংসতা দেখা দেবে। বিবিসি, এপি, এফপি, আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।