Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে যেতে চান জুলিয়ান অ্যাসাঞ্জ

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১:১৯ এএম

ইনকিলাব ডেস্ক: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। সম্প্রতি তথ্য ফাঁসকারী চেলসিয়া ম্যানিংকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা সিদ্ধান্ত নেওয়ায় অ্যাসাঞ্জও যুক্তরাষ্ট্র ভ্রমণের ইচ্ছা পোষণ করলেন। লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাস থেকে এক টিভি সাংবাদিককে অ্যাসাঞ্জ জানান, ভবিষ্যৎ নিয়ে আমার অনেক আলোচনা করার পরিকল্পনা আছে। যা  ম্যানিং কারাগার ছাড়া পাওয়ার আগেই সম্পন্ন করবো। কারণ যুক্তরাষ্ট্রে আমি আমার অধিকার ও সম্মান ফিরে পেতে সব সময়ই রাজি আছি। ২০১২ সালে উইকিলিকসে তথ্য ফাঁসের পর থেকে জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। এরপর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তিনি সুইডেনের আইনজীবীর সঙ্গে কয়েকবার সাক্ষাতের প্রস্তাব নাকচ করেন। ২০১০ সালে সুইডেন ভ্রমণের সময় দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় আইনজীবীরা অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১০ সালে উইকিলিকস আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টি করে। অ্যাসাঞ্জের দাবি, তিনি সুইডেনে আদালতের মুখোমুখি হলে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে। তার আশঙ্কা, মার্কিন কর্তৃপক্ষ নথি ফাঁস করার অভিযোগে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ