Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাজকদের দুর্নীতিবাজ বললেন দুতার্তে

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১:১৫ এএম

ইনকিলাব ডেস্ক : মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সমালোচনা করায় এবার ক্যাথলিক খ্রিষ্টান যাজকদের এক হাত নিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। এক অনুষ্ঠানে সমালোচনাকারী যাজকদের তিনি সমকামী, দুর্নীতিবাজ ও শিশু নিপীড়নকারী হিসেবে আখ্যা দিয়েছেন। গত বছর মে মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দুতার্তে। এরপর থেকে তার ঘোষিত মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছে ৬ হাজারের বেশি লোক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার পরও নিজের অবস্থান থেকে নড়তে নারাজ দুতার্তে। সম্প্রতি এশিয়ার সংখ্যাগরিষ্ঠ ক্যালথিক খ্রিষ্টানদের এই দেশটির কয়েকজন যাজক বিচারবহির্ভূত এসব হত্যাকা- নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দুতার্তে বলেন, এখানকার অধিকাংশ লোকই ক্যাথলিক। আপনি যদি ভালো যাজক হন, তাহলে তাদেরকে বোঝান তাদেরকে (মাদক ব্যবসায়ীদের) মরতে হবে। তিনি বলেন, আপনারা পুলিশের সমালোচনা করছেন, আমার সমালোচনা করছেন, কীসের জন্য? আপনাদের টাকা আছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ