Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়া থানায় উৎসুক জনতার ভিড়

জেলের জালে প্রাডো জিপ

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : কাপাসিয়া উপজেলায় বৃহস্পতিবার রাতে দস্যু নারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধারকৃত বিলাসবহুল প্রাডো ঢাকা মেট্রো ঘ ১১-২০২৯ গাড়ীটি একনজর দেখার জন্য গতকাল শুক্রবার সকাল থেকে রাত পযর্ন্ত কাপাসিয়া থানায় উৎসুক জনতার ভিড় চোখে পড়ার মত।
বৃহস্পতিবার নারায়ণপুর বাজারের  ব্যবসায়ী বাজারের পাশে নদীর তীরে প্রাকৃতিক ডাকে সারা দিতে গেলে পানির মধ্যে একটি গাড়ি দেখতে পায়। এলাকাবাসী কাপাসিয়া থানা পুলিশকে  খবর দেয়। দুপুরে থানার দারোগা  দুলালের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সহযোগিতায় জাল ফেলে পানির নীচ থেকে গাড়িটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে গাড়িটি এক নজর দেখার জন্য উপজেলা শহরসহ আশপাশ এলাকার নারী পুরুষসহ সর্বশ্রেণির মানুষ থানায় এসে ভিড় জমায়। উৎসুক জনাতার ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পুলিশকে হিমসিম খেতে হচ্ছে। অনেকেই গাড়িটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেস বুকে ছড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন- কী কারণে এ বিলাসবহুল গাড়িটি নদীতে ফেলে দেয়া হল।  কারা এর পিছনে জড়িত, কী রহস্য জড়িয়ে আছে এ গাড়িটিকে ঘিরে। এ ধরনের ঘটনা কাপাসিয়ায় এই প্রথম হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে।
নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মোঃ বাদল সরকার জানান, গাড়িটি আনুমানিক ৩-৪ মাস আগে পানিতে কে বা কারা ফেলে দেয়। গাড়িটির দাম আনুমানিক এক কোটি টাকা বলে  জানা যায়। গাড়িটির জানালা খোলা ছিল, গাড়ির ভিতরে চাবি লাগানো ছিল ।
এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানায়, গাড়িটি নদীতে পরিত্যাক্ত অবস্থায় পেয়ে উদ্বার করেছি, এর সাথে কোন বড় ধরনের অপরাধ চক্র জড়িত কিনা এ বিষয়ে তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনতা

২১ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২
১৯ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২
২৯ আগস্ট, ২০২২
৩০ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ