বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুলাউড়া উপজেলা সংবাদদাতা : জেলার কুলাউড়ায় বৃদ্ধা মাতাকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করেছে তারই পাষন্ড পুত্র জাকির হোসেন খান। বৃদ্ধা মাতা কমরুন নেছা (৭০) বর্তমানে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন বলে জানা গেছে। তিনি মৃত মাওলানা আহমদ খানের স্ত্রী। কুলাউড়া পৌরশহরের উত্তরবাজারের আহমদাবাদ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুত্বর আহত কমরুন নেছার সউদী আরব প্রবাসী ছেলে এনাম হোসেন খানের স্ত্রী মাজেদা আক্তার বিউটি বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।
থানায় মামলার লিখিত অভিযোগ সূত্র মতে, ১৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটায় পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে ওইদিন জাকির তার মাতাকে বেধড়ক পিটাতে দেখে প্রবাসী ছোট ছেলের স্ত্রী মাজেদা আক্তার বিউটি জাকিরকে থামাতে না পেরে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা চিৎকার শুনে কমরুন নেছাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জাকির তার মাতাকে চুলে ধরে চড়-থাপ্পড় মেরে দেয়ালের সাথে ধাক্কা লাগিয়ে ও চেয়ার দিয়ে পিটিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এদিকে পর্যন্ত মামলা রেকর্ড হলেও ঘটনার তিনদিন পার হলেও এখন পর্যন্ত কুলাঙ্গার-লম্পট জাকির হোসেন খানকে পুলিশ গ্রেফতার করতে না পারায় পুরো শহরের সচেতন সমাজের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পাশাপাশি ঘটনার দিন রাতে খবর পেয়ে কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, কাউন্সিলর মনজুর আলম খোকন, কাউন্সিলর ইকবাল আহমদ শামিম ও কায়ছার আরিফকে সাথে নিয়ে হাসপাতালে ভর্তি কমরুন নেছা (৭০) দেখতে গেলে তিনি কান্না কন্ঠে মেয়রকে বলেন সুষ্ঠু বিচার চান। ‘এ ঘটনার পর থেকে লম্পট জাকির হোসেন খান পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।’
স্থানীয় অনেকেই জানান, লম্পট জাকির হোসেন তার মাতাকে পূর্বে আরো কয়েকবার নির্যাতন করায় একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণের দাবি তুলেছেন।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. শামছুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।