Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রাজিল দলে রবিনহো

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : একসময় আর্জেন্টিনা দলে নতুন কোন স্ট্রাইকার আসলেই যেমন তিনি হয়ে উঠতেন ‘নতুন ম্যারাডোনা’ তেমনি ব্রাজিল দলেও এ পর্যন্ত দেখা মিলেছে একাধীক ‘নতুন পেলের’। তাদেরই একজন ছিলেন রোবিনহো। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলান থেকে চীনের গুয়ানঝু হয়ে আবার এই স্ট্রাইকার ফিরেছেন মাতৃভুমির ক্লাব অ্যাটলেটিকো মিনোওরোতে। বর্তমানে মিনেইরোর হয়েই মাঠ মাতাচ্ছেন ৩২ বছর বয়সী। তবে দীর্ঘ দিন ধরেই আছেন জাতীয় দলের বাইরে। আবার তাকে ডাকা হয়েছে সেই পরিচিত হলুদ জার্সিতে। এবারের উদ্দেশ্যটা মহৎÑ বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েন্স দলের খেলোয়াড়দের পরিবারকে সাহায্য করতে কলম্বিয়ার সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী বুধবারের এই ম্যাচে রবিনহোকে আবার হলুদ জার্সিতে দেখা যাবে। এই দলে খেলবেন না নেইমার-আলভেস-জেসুসরা। ঘরোয়া লিগ খেলা ফুটবলারদের নিয়েই গড়া হয়েছে এই দল। উল্লেখ্য, বিমান দুর্ঘটনায় শাপেকোয়েন্স দলের কোচসহ প্রায় সব সদস্যই নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ