বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাবি রিপোর্টার: শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃত তিন শিক্ষার্থী হলেন, ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফারহাদ, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সফিকুল ও হিসাববিজ্ঞান বিভাগের শুভ। এরা তিনজনই তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফাইন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বসে আড্ডা দিচ্ছিলো। এসময় আটককৃত তিন শিক্ষার্থী এসে তাদের নাম ও ফোন নম্বর সংগ্রহ করা শুরু করেন। বিষয়টি দেখে পাশেই থাকা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সন্দেহ হয়। তারা এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের ফোনে শিবিরের কার্যক্রম নিয়ে কিছু তথ্যও পাওয়া যায় বলে ছাত্রলীগ নেতাকর্মীরা দাবি করেন। এরপর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গিয়ে ওই তিনজনকে পুলিশের হাতে তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।