Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যয় ২০ কোটি ডলার

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টদের উদ্বোধনী অনুষ্ঠানগুলো বেশির ভাগ সময়ই ব্যয়বহুল হয়ে থাকে। নিজেদের ক্ষমতায় আসাটাকে সবাই স্মরণীয় করে রাখতে চান। আজ ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা অবশ্য শুরু হয়ে যাবে একদিন আগে।
এই আনুষ্ঠানিকতা চলবে ক্ষমতা গ্রহণের পরদিন পর্যন্ত। তার এই অনুষ্ঠানে থাকছে বহু চমক এবং বিশেষ আকর্ষণ। আর এসব চমক আর আকর্ষণের মূল্য দাঁড়াছে প্রায় ২০ কোটি ডলার। ওয়াশিংটন পোস্ট জানায়, ক্যাপিটল ভবনের বাইরে শপথ অনুষ্ঠান, প্যারেড, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ নৈশভোজের কারণেই মূলত এই অতিরিক্ত ব্যয়। এ ছাড়াও পরিবহন এবং ওয়াশিংটনসহ সকল পার্শ্ববর্তী এলাকা পরিষ্কারের খরচও পড়ছে এই ব্যয়ের মধ্যে।
জানা যায়, এই ২০০ মিলিয়ন ডলারের মধ্যে ৭০ মিলিয়ন ডলার দেওয়া হবে তার ব্যক্তিগত তহবিলে সংগৃহীত পৃথক দাতাদের টাকা থেকে। বাকি ১৩০ মিলিয়ন ডলার সরকারি খাত থেকে দেওয়া হবে।
এই অনষ্ঠানে ২০০ মিলিয়ন খরচ করা হলে এটি হবে মার্কিন ইতিহাসে একজন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানের সবচেয়ে বেশি খরচ। এর আগে সবচেয়ে বেশি খরচ করা হয়েছিল ২০০৮ সালে যখন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা গ্রহণ করেন। জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানে খরচ হয়েছিল প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।  ওয়াশিংটন পোস্ট, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ