মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের কোনও প্রতিনিধিকে ঢুকতে না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, আমরা আবারও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি তারা যেন তাদের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তথাকথিত তাইওয়ান প্রতিনিধিদলকে প্রবেশের অনুমতি না দেয়। এমনকি তাইওয়ানের সঙ্গে যেন আনুষ্ঠানিক কোনও যোগাযোগ স্থাপন না করে। এরই মধ্যে চীন সুনির্দি এবং কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ ছাড়াই যুক্তরাষ্ট্র প্রশাসন এবং ট্রাম্পের দলের কাছে (তাইওয়ান বিষয়ে) নিজেদের অবস্থান জানিয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুই তিয়ানকাই চীনের পক্ষ থেকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন নিউ ইয়র্কের আবাসন ব্যবসায়ী ট্রাম্প। নির্বাচনে জয়লাভের পর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ফোনে ট্রাম্পকে শুভেচ্ছা জানান। যা ভালোভাবে নেয়নি চীন। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ মনে করা চীনের এ বিষয়ে এক চীন নীতি রয়েছে এবং এই নীতি অনুসরণের ভিত্তিতে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করে। প্রায় চার দশক ধরে যুক্তরাষ্ট্র এক চীন নীতি মেনে আসছে। কিন্তু ওই প্রথা ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ এবং পরে যুক্তরাষ্ট্র এক চীন নীতি মানতে বাধ্য নয় ট্রাম্পের এমন মন্তব্যের পর গভীর উদ্বেগ প্রকাশ করে চীন। এক চীন নীতি মেনে চলার ওপর যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক উন্নয়নের অগ্রগতি নির্ভর করছে বলেও সতর্ক করেছিল বেইজিং। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।