Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবকিছুর পরেও ওবামাই সেরা

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সর্বাধিক জনপ্রিয়তা নিয়ে ২০ জানুয়ারি ক্ষমতা থেকে বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মেয়াদকালকে সবচেয়ে সফল বিবেচনা করছেন মার্কিনীরা। বেশিরভাগ মার্কিনিই বলছেন, তারা তাদের প্রিয় প্রেসিডেন্টকে মিস করবেন। সিএনএন ও ওআরসির নতুন এক জরিপে দেখা যায়, ওবামা প্রেসিডেন্ট হিসেবে কার্যক্রম শুরু করার প্রথম বছরের জুন মাস থেকে এ পর্যন্ত সফল প্রেসিডেন্ট হিসেবে ৬০ শতাংশ সমর্থন পেয়েছেন। সিএনএন জানিয়েছে, অন্যান্য বিদায়ী প্রেসিডেন্টের তুলনায় বারাক ওবামার নাম তালিকার শীর্ষেই স্থান পেয়েছে। দুই-তৃতীয়াংশ মনে করে ওবামার প্রশাসন ছিল সফল। অর্ধেক লোক মনে করেন, এটা হয়েছে তার ব্যক্তিগত প্রভাবের কারণে। যদিও ২০০১ সালের জানুয়ারি মাসে বিদায় কালে বিল ক্লিনটন পেয়েছেন ৬৬ শতাংশ সমর্থন এবং ১৯৮৯ সালের জানুয়ারি মাসে রোনাল্ড রিগান পেয়েছেন ৬৪ শতাংশ সমর্থন। বারাক ওবামাকে নিয়ে এসব আলোচনার মধ্যেই এক-চতুর্থাংশ মার্কিনী মনে করেন ওবামাই হচ্ছেন মার্কিন জাতির গ্রেটেস্ট প্রেসিডেন্ট। তবে ২৩ শতাংশ মার্কিনি তাকে গরীব প্রেসিডেন্ট হিসেবেই দেখে। তবে গরীব প্রেসিডেন্ট হিসেবে রিগান, ক্লিন্টন সম্পর্কেও বলা হয়ে থাকে। যদিও ৪৬ শতাংশেরও কম লোক মনে করে জর্জ ডব্লিউ বুশ হোয়াইট হাউজ ছাড়ার সময় খুব গরীব প্রেসিডেন্টই ছিলেন। প্রশ্ন হচ্ছে, ওবামাকে গ্রেটেস্ট প্রেসিডেন্ট কেন বলছেন মার্কিনিরা। এর কারণ হলো তারা মনে করেন তার সময়ের সবচেয়ে সংকটাপন্ন ইস্যুগুলো ওবামা ইতিবাচকভাবে মোকাবিলা করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনীতি, পরারাষ্ট্রনীতি ও সাম্প্রদায়িক সমস্যা। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ