মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন আরও দুই বছর রাশিয়ায় থাকতে পারবেন। রুশ কর্তৃপক্ষ তাঁর সে দেশে থাকার মেয়াদ বাড়িয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের ওপর মার্কিন গোয়েন্দাদের নজরদারির তথ্য ২০১৩ সালে ব্যাপক আকারে ফাঁস করে দিয়ে আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন। উইকিলিকসের হাতে মার্কিন গোপন নথি তুলে দেওয়ার দায়ে ৩৫ বছরের দন্ড পাওয়া চেলসি ম্যানিংয়ের সাজা কমিয়ে মঙ্গলবার সাত বছর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পরপরই স্নোডেনের ব্যাপারে এমন ঘোষণা দিল রাশিয়া। তবে স্নোডেনকে ক্ষমা বা তাঁর সাজা কমানোর কোনো বিষয় প্রেসিডেন্ট ওবামার কার্যতালিকায় নেই। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তাঁর ফেসবুক পেজে লিখেছেন, স্নোডেনের রাশিয়ায় থাকার অনুমতি আরও দুই বছর বাড়ানো হয়েছে। তবে স্নোডেনের আইনজীবী আনাতলি কুচেরেনার কাছ থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।