Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবমুক্ত হলো সিআইএ’র এক কোটি তিরিশ লাখ পৃষ্ঠার গোপন নথি

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তথ্য অধিকারের পক্ষে দুর্দান্ত লড়াইয়ের প্রেক্ষাপটে  প্রায় এক কোটি ত্রিশ লাখ পৃষ্ঠার গোপন নথি অবমুক্ত করতে বাধ্য হলো মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সিআইএ তাদের গোপনীয় সোয়া কোটির ওপর সুরক্ষিত নথি এই প্রথমবার সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তথ্য পাওয়ার অধিকার-সংক্রান্ত আন্দোলন কর্মীদের সুদীর্ঘ প্রয়াস এবং সিআইএর বিরুদ্ধে আদালতে মামলার প্রেক্ষাপটে এই গোপন নথিগুলো উন্মোচিত হলো। ফাঁস হওয়া নথির মধ্যে রয়েছে, গোয়েন্দা ব্রিফিং, গবেষণা প্রতিবেদন, ইউএফও দর্শন ও বিভিন্ন মনোগত পরীক্ষার বিবরণ। রয়েছে, রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের সময়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী হেনরি কিসিঞ্জারের নথিগুলো। এছাড়া রয়েছে হাজারো পৃষ্ঠার গোয়েন্দা বিশ্লেষণ, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের বিবরণও রয়েছে এতে। প্রকাশিত নথিগুলোর মধ্যে আরও রয়েছে ষড়যন্ত্র তত্ত্ববাদীদের বহুল চর্চিত স্টারগেট প্রোগ্রামের বিবরণ। তথাকথিত এই প্রোগ্রামের মাধ্যমে মানুষের অতীন্দ্রিয় ক্ষমতার বিষয়ে পরীক্ষা করা হয়েছিল বলে ধারণা করা হয়। নথিগুলোর মধ্যে সেলিব্রিটি সাইকিক উরি গেলারের ওপর ১৯৭৩ সালের পরীক্ষা-নিরীক্ষার দলিলপত্র পাওয়া যাবে। এতে সংরক্ষিত বিভিন্ন মেমো থেকে জানা যাবে সাইকিক পাওয়ার খাটিয়ে গেলার কীভাবে একটি আলাদা কক্ষে আবদ্ধ থাকা অবস্থাতেও পাশের রুমে বসে গবেষকদের আঁকা একটি ছবির হুবহু প্রতিলিপি তৈরি করেছিলেন সেই তথ্য। অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ফ্লাইং সসারের বিবরণ ও অদৃশ্য কালি তৈরির উপকরণ ও বিবরণের নির্দেশনা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ