মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : এর আগের মামলাগুলির মতোই এবারও আদালতে টিকল না সালমান খানের বিরুদ্ধে কোনও অভিযোগই। যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারে বেআইনি অস্ত্র রাখার মামলাতেও বেকসুর খালাস হলেন এই বলিউড তারকা। যোধপুরের কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় লাইসেন্স এক্সপায়ার করে যাওয়া আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা ও ব্যবহার করার মামলার রায় বেরোয় গতকাল। নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত ছিলেন সালমান। উপযুক্ত প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস ঘোষণা করা হয়। ১৯৯৮-এ একটি ছবির শ্যুটিং-এ গিয়ে দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। এই হরিণ দুটি যে আগ্নেয়াস্ত্র দিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ, সেই ০.২২ রাইফেল এবং ০.৩২ রিভলবারের লাইসেন্স এক্সপায়ার করে গিয়েছিল অভিযোগ আনে বন দপ্তর। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।