Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সা যতদিন চায় মেসিও ততদিন

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগামী মৌসুমেই শেষ হবে প্রাণের ক্লাব বার্সেলোনার সাথে লিওনেল মেসির চুক্তির মেয়াদ। কিন্তু এখন পর্যন্ত সেই চুক্তি নবায়নের কোন খবর নেই। সময় যতই ঘনিয়ে আসছে আর্জেন্টাইন তারকাকে নিয়ে তাই ধোয়াশা বাড়ছে ততই। তবে আর্জেন্টিনা অধিনায়ক ভক্তদের আবারো আশ্বস্ত করেছেন সেই পুরোনো সুরেÑ বার্সা যতদিন চাইবে ততদিন ক্যাম্প ন্যুতে থাকবেন তিনি।
গত সপ্তাহেই বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ বলেন যে মেসির চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে তিনি উদ্বিগ্ন নন। যদিও স্পেনের বাতাসে এমন খবর উড়ছে যে ক্লাব কতৃপক্ষ ও মেসির ব্যক্তিগত প্রতিনিধি এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে না পারায় হতাশ হয়ে পড়ছেন মেসি। তাদের ধারণা মৌসুম শেষে মেসি বিক্রি হয়ে যেতে পারেন প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড অথবা চেলসির মত ক্লাবে। সবচেয়ে বেশি ভেসে আসছে ম্যান সিটির নাম। মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা এখন সিটিতে থাকায় সেই সন্দেহের পালে হাওয়া বাড়িয়ে দিয়েছে। তাহলে কি সত্যিই মেসি ইংল্যান্ডে আসছেন? এমন প্রশ্নে কোচ ম্যাগাজিনকে  বার্সা নাম্বার টেন বলেন, ‘আমি সব সময় বলে এসেছি যে বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে এবং আমি এখানে আছি ততদিন যতদিন তারা আমাকে রাখতে চাই।’
সিটির দায়িত্বে এসে গার্দিওলার শুরুটা ছিল দুর্দান্ত। তবে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগে বাস্তবতার মুখোমুখি হতে বেশি সময় লাগেনি সাবেক বার্সা কোচের। নিজেদের শেষ ম্যাচে এভারটনের কাছে ৪-০ গোলে হারে সিটি, পয়েন্ট টেবিলেও তার দল নেই শীর্ষ চারে। ২৯ বছর বয়সী বলেন, ‘এটা খুবই প্রতিদ্বন্দ্বীপূর্ণ লিগ, গেল মৌসুমেই তা দেখা গেছে। আগাম কিছু তাই বলা কঠিন।’ তবে তার সাবেক গুরু ঘুরে দাঁড়িয়ে সফলতা পাবেন বলে বিশ্বাস তার, ‘অবশ্যই পেপ কোচ হিসেবে সফল, সে লিগের সাথে মানিয়ে নিচ্ছে। আমি নিশ্চিত সে সফল হবে।’
ট্রেবল জয়ের জন্য এখন পর্যন্ত ঠিক পথেই আছে তার ক্লাব বার্সেলোনা। তবে লা লিগায় এক ম্যাচ বেশি খেলেও রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ২ পয়েন্টে পিছিয়ে। লিগের এখনো অনেক বাকি। একথা স্মরণ করে রেকর্ড ৫ বারের বর্ষসেরা বলেন, ‘বার্সায় আমি সবকিছুই জিততে চাই। মৌসুমের শুরু থেকেই আমাদের আশা সবকিছু জেতার। আমরা নির্দিষ্ট একটা ট্রফিকে বেশি মূল্যায়ন করি না, প্রতিটা ট্রফিই আমাদের কাছে আরেকটি থেকে গুরুত্বপূর্ণ।’
দীর্ঘ আলাপচারিতায় প্রতিদ্বন্দ্বী রোনালদোকে নিয়েও কথা বলেন মেসি। দু’জনের মধ্যে সম্পর্কের ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমাদের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ আছে। আমি তাকে অসাধারণ এক খেলোয়াড় মনে করি, যার অসাধারণ সব অর্জন আছে। কারণ ও আসলেই তা-ই।’ মাঠে এত সফলতার পিছনে অনুপ্রেরণা কে? এমন প্রশ্নে মেসি বলেন, ‘আমি প্রেরণা পাই বার্সেলোনা ও আর্জেন্টিনা এবং ভক্তদের কাছ থেকে, আরো ভালো করার তাড়নাই আমার অনুপ্রেরণা, ক্লাব ও দেশের হয়ে শিরোপা জেতাই আমার অনুপ্রেরণা। এজন্য আমি কখনো পেছনের সাফল্যগুলো দেখি না। যখন অবসর নেব, তখন হয়তো ফিরে তাকাবো। আরো সফলতা পেতে আপাতত শুধু সামনেই তাকাতে চাই।’
আলাপচারিতার শেষদিকে মনের কোনে লালিত গোপন স্বপ্নকে আবারো খোলসা করেন তিনি, ‘আমার এখনো একটা বড় লক্ষ্য আছে, আর তা হল আর্জেন্টিনার হয়ে একটা শিরোপা জেতা।’
তবে এমন কোন ইন্টারভ্যিউ তার ছেলে দেননি বলে স্পেনের পত্রিকা দ্য মু-োকে জানিয়েছেন মেসির বাবা।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ