Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম বিভাগ ক্রিকেটে একদিনে ৩ সেঞ্চুরি!

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথম বিভাগ ক্রিকেটে গতকাল ছিল বোলারদের জন্য দুঃস্বপ্নময় একদিন। পাঁচ ম্যাচে তিন ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরির দেখা, আর দু’জন অল্পের জন্য পাননি তিন অঙ্কের দেখা। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আরমান আব্দুল্লাহর ৭৫ রানে ভর করে নির্ধারিত ৬ উইকেটে ২৮২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় বিকেএসপি। তবে ওমর ফরহাদের ১৪৩ রানের অনদব্য ইনিংসে ভর করে রানপাহাড় টপকে যায় কাকরাইল বয়েজ (২৮৫/৬), জেতে ৪ উইকেটে। ফতুল্লায় সায়মন আহমেদের শতকে (১০১) ২৪৫ রান তোলে ৬ উইকেট হারানো অগ্রণী ব্যাংক। জবাবে ২১০ রানেই থেমে যায় ট্যালেন্ট হান্টের ইনিংস, হারে ২৮ রানে। ফতুল্লা আউটারে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে ওল্ড ডিওএইচএস। জবাবে আশিকুল আলম নাঈমের ৯০ রানের ইনিংসে লক্ষ্য পেরিয়ে যায় বারিধারা ড্যাজলার্স (২১৭/৪), জেতে ৬ উইকেটে। ব্রিকেএসপি-ফোরে বাংলাদেশ বয়েজের ২০৪ রান (৪৮.৩ ওভার) ফরহাদ হাসান অনির সেঞ্চুরিতে (১০৮) ২ উইকেট হারিয়েই টপকে যায় উদয়াচল ক্লাব। এ ছাড়া বিকেএসপি-থ্রিতে ম্যাড়ম্যাড়ে এক ম্যাচে রূপগঞ্জকে (১৬৪/১০) ৩ উইকেটে হারিয়েছে শেখ জামাল (১৬৯/৭)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ