নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আমেরিকান বাছাই নোয়াহ রুবিনের বিপক্ষে বেশ ঘাম ঝরাতে হলো রজার ফেদেরারকে। তবে জয় ধরা দিয়েছে তার কাছে। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ৭-৫, ৬-৩, ৭-৬ (৩) গেমে জিতেছেন সুইস তারকা। ছয় মাস পর কোর্টে নেমে একটু ভুগছেন সত্যি, তবে ঠিকই জয় ধরা দিচ্ছে ফেদেরারের কাছে। সর্বশেষ তৃতীয় রাউন্ডের টিকিট পাওয়ার ম্যাচের জয় তাকে বেশ আত্মবিশ্বাসী করে তুলছে। দুইটি সেট পয়েন্ট বাঁচিয়েছেন ফেদেরার, আর তৃতীয় সেটে ৫-৪ ব্যবধানে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়েছেন। রড লেভার এরেনায় শেষ পর্যন্ত হাসি ফুটেছে তার মুখে। তৃতীয় রাউন্ডে টমাস বার্ডিচের মুখোমুখি হওয়ার আগে এ জয় নিঃসন্দেহে স্বস্তিতে রাখছে ফেদেরারকে। অবশ্য সুইস তারকা জানালেন, গত পাঁচবারের সাক্ষাতে জিতলেও বার্ডিচের বিপক্ষে আরো ভালো খেলতে হবে তাকে। বার্ডিচ ৬-৩, ৭-৬ (৮/৬), ৬-২ গেমে রায়ান হ্যারিসনকে হারান। ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে স্টিভ জনসনের বিপক্ষে জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন স্তানিসøাস ভাভরিঙ্কা।
পঞ্চম বাছাই কেই নিশিকোরি এখনো এশিয়ার পতাকা উঁচু করে রেখেছেন। দুই ঘণ্টার কিছুটা বেশি সময় নিয়ে ফ্রান্সের জেরেমি চার্ডিকে তিনি হারান। হিসেন্স এরেনায় বুধবার তার জয়টি ছিল ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে। তৃতীয় রাউন্ডে নিশিকোরির প্রতিপক্ষ সেøাভাকিয়ার লুকাস লাকো।
মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন ভেনাস উইলিয়ামস, ইউজেনি বুশার ও অ্যাঞ্জেলিক কারবারের মতো তারকারা। নিজের ২৯তম জন্মদিনে গত বছরের চ্যাম্পিয়ন কারবার ৬-২, ৬-৭ (৩), ৬-২ গেমে হারান কারিনা উইথোয়েফটকে। স্টেফানি ভোয়েগেলের বিপক্ষে ভেনাস উইলিয়ামস জিতেছেন খুবই সহজে, ৬-৩, ৬-২ গেমে। কানাডিয়ান তারকা বুশার ৭-৬ (৭/৫), ৬-২ গেমে হারান চীনের পেং সুয়াইকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।