নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : সাবেক নেদারল্যান্ডস কোচ লুইস ফন গাল কোচিং ক্যারিয়ারকে বিদায় জানিছেন বলে গেল সোমবার সংবাদ প্রচার করে ডাচ পত্রিকা ডি টেলিগ্রাফ। জামাতার হঠাৎ মৃত্যুতে তিনি এমন সিদ্ধান্ত নেন বলে জানায় পত্রিকাটি। তবে কাদেনা সের নামক এক স্প্যানিশ রেডিও স্টেশনকে ফন গাল জানান, তার অবসরের সিদ্ধান্তটা ‘সম্ভব্য’, এখনো ‘নিশ্চিত’ নয়। তবে আগামী গ্রীষ্ম পর্যন্ত যে তিনি মাঠের বাইরেই থাকছেন এটা নিশ্চিত। ফন গাল স্প্যানিশ রেডিওকে বলেন, ‘না, না, না, আমি অবসর নেইনি। আমি শুধুমাত্র একটা বিশ্রাম মৌসুম কাটাচ্ছি এরপর আমি সিদ্ধান্ত নেব।’ আগের দিন ইংশিল মিডিয়াকে মুন্ডুপাত করা এই ডাচ বলেন, ‘নেদারল্যান্ডসে সাংবাদিকরা তাদের ইচ্ছামত লেখে। আমি গতকাল একটা শিরোনাম পেয়েছি। বলেছিলাম যে আমি অবসরে যেতে পারি। তবে এটা বলার সময় এখন নয়। এবছর আমি বিশ্রাম নেব তারপর আমি সিদ্ধান্ত নেব।’
গত মাসে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানান ফন গাল। তবে ভালো প্রস্তাব পেলে আবারো কোচিংয়ে ফিরবেন জানিয়ে ৬৫ বছর বয়সী বলেন, ‘আমি চালিয়ে যাব কি যাব না এটা নির্ভর করছে আমি কেমন ধরনের প্রস্তাব পাচ্ছি তার ওপর।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।