Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ হারাল বাংলাদেশ

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথম দুই ম্যাচে হার। পরেরটিতে জিতে সিরিজে ফিরেছিলো বাংলাদেশ নারী দল। তবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের স্বপ্ন খোয়াতে হরো রুমানাদের। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে এসে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। গতকাল কক্সবাজার শেখ ামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৯৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। একই ভেন্যুতে আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি।
সাগরকন্যা কক্সবাজারে আগে ব্যাটিং করে বাংলাদেশকে জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্য বেধে দেয় সফরকারীরা। কিন্তু শুরুতেই ছন্দপতন ঘটে বাংলাদেশের টপ অর্ডারে। এক প্রান্তে ফারজানা হক আগলে রাখলেও দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৪১ রানে চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে নামেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। পঞ্চম উইকেটে ফারজানাকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়েন সালমা। তিনি আউট হওয়ার আগে খেলেছেন ৩০ রানের ইনিংস। চলতি সিরিজে এটাই তার সর্বোচ্চ সংগ্রহ। এরপর শায়লা শারমিন দ্রুত রান তোলার চেষ্টা করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১১ বলে ৩ চারে ১৫ রান করে বিদায় নেন শায়লা। বাংলাদেশের পক্ষে ফারাজানাই সর্বোচ্চ রান করেছেন। ওয়ান ডাউনে নেমে তিনি ক্যারিয়ার সেরা ৬৭ রানের ইনিংস খেলে নবম উইকেট হিসেবে মার্সিয়া লেতসাওলার বলে বোল্ড হন। ১৪৪ বলে ৪ চারে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। এ নিয়ে ফারজানার ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। ২০১১ সালে আয়াল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ফারজানার। এক বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। খেলেছিলেন ৫৫ রানের অসাধারণ এক ইনিংস। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও প্রোটিয়াদের মাটিতে। ২০১৩ সালের সেপ্টেম্বরে। সেবার আগের সেরা সাফল্যকে ৬৩ রান করে ছাড়িয়ে গিয়েছিলেন। দুর্ভাগ্য বলতে হয় ফারজানার। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি। যার সবগুলোতেই হেরেছে বাংলাদেশ! সবমিলিয়ে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন আয়োবোঙ্গা খাকা। এছাড়া মসলিন ডেনিয়েলস ও মার্সিয়া লেতসাওলা নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মারিজান ক্যাপ।
এর আগে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন ফন নাইকার্ক। টপ অর্ডার ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মিগনন ডু প্রিজের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে। মিগনন দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেছেন। তার এটা ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি। এছাড়া ক্লো ট্রাইওন ৪৭, লিজেল লি ২৮,  ডেন ফন নাইকার্ক অপরাজিত ২৬ রান করেছেন। বাংলাদেশের বোলাদের মধ্যে সবচেয়ে সফল বোলার গত ম্যাচের সেরা খাদিজা-তুল-কুবরা। এই অফস্পিনার ৪৮ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। এই নিয়ে সিরিজের ৩ ম্যাচে ১১ উইকেট শিকার এই স্পিনারের। এছাড়া রুমানা আহমেদ দুটি ও জাহানারা আলম নিয়েছেন একটি করে উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ