Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ারবাজারে মূল্য সংশোধন

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : টানা সাত কার্যদিবস উত্থানের পরে গতকাল বুধবার দেশের উভয় শেয়ার বাজারে মূল্যসূচকের পতন হয়েছে। শেয়ার বাজার বিশ্লেষকরা বলছেন, এ দরপতনের মাধ্যমে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ লেনদেন কার্যক্রম। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৯৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৯১ দশমিক ২৩ পয়েন্ট কমেছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে দুই হাজার ১১০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ১৭৯ কোটি ৯২ লাখ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল দুই হাজার ৬৪ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৫ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৩৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ১২ পয়েন্ট কমে এক হাজার ২৭৬ পয়েন্টে এবং ৩ দশমিক ১৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৯১টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর। এ ছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ   বারাকা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, আরএকে সিরামিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সাইফ পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, ইফাদ অটোমোবাইল, ওরিয়ন ফার্মা এবং কেয়া কসমেটিকস। অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১২১ কোটি ৫১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ছয় কোটি ৭১ লাখ টাকার বেশি। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১০ হাজার ২৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪৭ দশমিক ৫১ পয়েন্ট কমে ১৭ হাজার ১১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৮০ পয়েন্ট কমে এক হাজার ২৩৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪৪ দশমিক ২৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৭টির এবং কোনো পরিবর্তন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বারাকা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সাইফ পাওয়ার, বেক্স ফার্মা, অ্যাপোলো ইস্পাত এবং ইসলামী ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ