Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জেলা ও মহানগর কমিটি স্থগিতের দাবি

রাজশাহী বিএনপি রক্ষা কমিটির সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কমিটি স্থগিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিএনপি রক্ষা কমিটি। গতকাল দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট মিথ্যা, বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক তথ্য উপস্থাপন করে তৃণমূল ও স্থানীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে আন্দোলণ বিমূখ রাজনীতিতে নিষ্ক্রিয়, গণবিচ্ছিন্ন ও বিতর্কিত ব্যক্তিবর্গদের নিয়ে পক্ষান্তরে ত্যাগী, পরিশ্রমী, পরীক্ষিত নেতৃবৃন্দের বাদ ও অবমূল্যায়ন করে গত ২৭ ডিসেম্বর মহানগর ও জেলা যথাক্রমে ২১ ও ৩৭ সদস্য বিশিষ্ট বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই বিতর্কিত কমিটি নিয়ে রাজশাহী মহানগর ও জেলার সকল বিএনপিপন্থী নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সঞ্চয় পরিলক্ষিত হচ্ছে, পাশাপশি অপরিচিত মুখ ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় কর্মবিহীন অযোগ্য ও চরিত্রহীন ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলনে বলা হয়, অনতিবিলম্বে সদ্য ঘোষিত বিএনপির বিতর্কিত কমিটি স্থগিত করে বৃহত্তর দলীয়স্বার্থ বিবেচনা করে এবং মহানগর ও জেলা বিএনপি কে বাঁচানোর জন্য তৃণমূল ও সকল সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন পুন:গঠনের জোর দাবি জানানো হয়। রাজশাহী বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক নজরুল হুদার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মনির হোসেন, নুরুজ্জামান টিটো, বেলাল আহম্মেদ, মুসলিমা বেগম বেলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ