Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। গতকাল বুধবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। পরে বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণের জন্য আজ আবার তারিখ ধার্য্য করেছেন।
আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, বুধবার আদালতে কোনো সাক্ষী হাজির হননি। এজন্য সাক্ষ্য গ্রহণ হয়নি। পরে আদালতের বিচারক বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেন।
পিপি জানান, গতকাল আদালতে জামিনে থাকা ৭ আসামি হাজির ছিলেন। তবে কারান্তরীণ কোনো আসামি আদালতে হাজির করা হয়নি।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ